
ছবি: সংগৃহীত
‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর বদলগাছীতে শহীদ রিদোয়ান শরিফ রিয়াদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদের গেটে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বদলগাছীর রিদোয়ান শরিফ রিয়াদ শহীদ হয়েছেন, যিনি মাত্র ২১ বছর বয়সে আত্মত্যাগ করেছেন। তাঁর আত্মত্যাগকে সম্মান জানিয়ে এ বৃক্ষ লাগানো হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। জুলাই আমাদের জীবনে অন্যতম অনুষঙ্গ হয়ে প্রেরণা জোগাবে সবসময়।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, শহীদ রিদোয়ান শরিফ রিয়াদের খালাতো ভাই আব্দুস সোবহান প্রমুখ।
রাকিব