ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

শহীদ স্মরণে গাছের ছায়া - রাজবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ বাস্তবায়ন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৭:০৫, ১৯ জুলাই ২০২৫

শহীদ স্মরণে গাছের ছায়া - রাজবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ বাস্তবায়ন

শহীদদের স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় রাজবাড়ীতে বাস্তবায়ন করা হলো ব্যতিক্রমধর্মী উদ্যোগ—‘এক শহীদ, এক বৃক্ষ’।

শনিবার (১৯ জুলাই) রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এবং শহীদ খুশি রেলওয়ে মাঠে এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ আয়োজন করে রাজবাড়ী জেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ, শহীদ ও আহত পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, “এই কর্মসূচি শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার একটি প্রয়াস।”

পরে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশবান্ধব সমাজ গঠনের আহ্বান জানানো হয় এবং এই ধরনের কর্মসূচিকে স্থায়ীভাবে চালু রাখার দাবিও ওঠে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজবাড়ীর প্রতিটি শহীদের নামে একটি করে গাছ রোপণ করে পরিচর্যা করা হবে, যাতে শহীদদের স্মৃতি দীর্ঘদিন জীবন্ত থাকে।

সানজানা

×