
ছবি: দৈনিক জনকণ্ঠ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১১টায় রাজধানী ঢাকার নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে ৮৯ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার (১৯ জুলাই) সকালে তার নামাজে জানাযা এলাকা সিরাজগঞ্জ তাড়াশ, নিজগ্রাম রায়গঞ্জের ধুবিল ও দুপুরে ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে তারা রাজনৈতিক সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সংক্ষিপ্ত এক বক্তব্যে তাঁর আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপি'র সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম। এরপর তার লাশ সিরাজগঞ্জ শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে মালশাপাড়া কবরস্থানে বিকেলে দাফন করা হয়।
আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ জেলা বিএনপির এক সময় ছিলেন সভাপতি। তিনি ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (পরপর ৪ বার) জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্ষিয়ান নেতা আব্দুল মান্নান তালুকদারের মৃত্যুতে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
মিরাজ খান