ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৬:৩১, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৩১, ১৯ জুলাই ২০২৫

রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অর্ন্তবর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর এই প্রথম পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্য বৈঠক করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয় বোর্ড রেস্ট হাইজের কনফারেন্স রুমে এই বৈঠক করেছে।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধী প্রিয় লরমা ওরফে সন্তু লারমা ও আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা এবং পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়ের কর্মকর্তা কনকন চাকমা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠক চলে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট বৈঠকের সারসংক্ষেপ তুলে ধরেছেন। এই সময়ে তিনি বলেছেন আমরা চেষ্টা করেছি চুক্তির ছোট বিষয়গুলো যাতে সহজে সমাধান করা যায়। আর বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি।  এই বিষয়ে সন্তু লারমাকে প্রশ্ন করা হয়ে তিনিও সৌহার্দপূর্ণভাবে আলোচনা হয়েছে বলে বলেছেন। এর বাইরে তারা কেউ মুখ খোলেনি। এরপর অতিথিরা কাপ্তাই লেকের রাঙ্গাদ্বীপে দুপুরের লাঞ্চ করার জন্য যান।

আবির

×