ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

খানসামায় ৬ ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপণ 

মো: লায়ন ইসলাম, খানসামা, দিনাজপুর

প্রকাশিত: ১৬:২৩, ১৯ জুলাই ২০২৫

খানসামায় ৬ ইউনিয়নে ৪২ হাজার বৃক্ষরোপণ 

ছবি: দৈনিক জনকণ্ঠ।

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৭ হাজার করে চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

জানা গেছে, জেলায় নির্ধারিত ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খানসামা উপজেলায় ৪২ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই মহৎ উদ্যোগ নেওয়া হয়।

দিনব্যাপী চলা এই কর্মসূচিতে ইউএনও-এর নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এসময় ইউএনও কামরুজ্জামান সরকার বলেন, “বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বাড়বে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এখন গাছগুলোর পরিচর্যায় স্থানীয় জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।”

মিরাজ খান

×