ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেলো রাজশাহী নগরীর ২ হাজার ৩০৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৫:২৮, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৩০, ১৯ জুলাই ২০২৫

বই পড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার পেলো রাজশাহী নগরীর ২ হাজার ৩০৩ শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বইপড়ায় কৃতিত্বের জন্য রাজশাহী নগরের ২ হাজার ৩০০ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দিলো বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন।

শনিবার (১৯ জুলাই) নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গ্রামীণফোনের সহযোগিতায় দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে ৫৬টি স্কুলের ২ হাজার ৩০৩ জন বই পড়ুয়া বিজয়ী শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবদুন নূর তুষার, অধ্যাপক অলোক মৈত্র প্রমুখ।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসব শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য পর্বে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, বই পড়া মানে জ্ঞান অর্জনের দরজা খুলে দেওয়া, বই পড়া আমাদেরকে মুক্তভাবে ভাবতে শেখায়। তাই ছাত্রছাত্রীদের বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি।

ছবি: পুরস্কার গ্রহণ করছে বিজয়ী এক শিক্ষার্থী

দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে রাজশাহী মহানগরীর ৫৬টি স্কুলের পুরস্কার বিজয়ী ২ হাজার ৩০৩ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ৩৮টি স্কুলের ১ হাজার ৬৬৪ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে। স্বাগত পুরস্কার পেয়েছে ১ হাজার ১১৭ জন, শুভেচ্ছা পুরস্কার পেয়েছে ৭২৮ জন, অভিনন্দন পুরস্কার পেয়েছে ৩৮৩ জন এবং সেরাপাঠক পুরস্কার পেয়েছে ৭৫ জন।

দিনব্যাপী উৎসবের এ বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।

মামুন-অর-রশিদ/রাকিব

আরো পড়ুন  

×