ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৬, ১৯ জুলাই ২০২৫

ফরিদপুরে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে জুলাই অভ্যুত্থানের সময় ফরিদপুরে নিহত সাত শহীদের নামে সাতটি গাছ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১ নম্বর যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাইমুল ইসলাম, মুখপাত্র জেবা তহসিন এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মুমু ২

×