ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমির নিহত

আবিদুর রহমান নিপু, ফরিদপুর

প্রকাশিত: ১২:৪৪, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১২:৪৫, ১৯ জুলাই ২০২৫

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমির নিহত

ছবি: জনকণ্ঠ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ 
নিহত হয়েছেন। এদুর্ঘটনায় কমপক্ষে আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


শনিবার (১৯ জুলাই) ভোররাতে ভাঙ্গা মডেল মসজিদের সামনের এক্সপ্রেসে ওয়েতে এই দুর্ঘটনা ঘটে।  আহতদের মধ্যে, জামায়াত কর্মী আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যানোদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান গাড়ির ব্যানারটি খুলে গেছে। তারা কয়েকজন মিলে কাজ করার সময়  অজ্ঞাত একটি পরিবহণ বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত ও জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন গুরুতর আহত হন।
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। বড় মেয়ে জুঁই খাতুন, মেজো মেয়ে তাহেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সেজো মেয়ে হুমায়রা এ বছর চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এবং  ছোট মেয়ে যুথী অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। মাওলানা আবু সাঈদের মরদেহ দাকোপে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

সাব্বির

×