ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ২০:২৪, ২১ জুন ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও অদক্ষ শ্রমিক ব্যবহার করায় ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। বিষয়টি ঘিরে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।

পিইডিপি-৪ এর আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এসব ওয়াশব্লকের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, তারা নির্মাণের নির্ধারিত সিডিউল ও মানদণ্ড লঙ্ঘন করে কাজ করছে।

হাড়িকান্দি হকিব আলী চৌধুরী, গঙ্গাজল (ক) ও (খ), মুলিকান্দি, শিমুলতলা, ইলাবাজ, ফুলতলী, চৌধুরী বাজার, তিরাশী, কোনাগ্রাম ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা জানান, নিম্নমানের ইট, বালু, কম পরিমাণ রড-সিমেন্ট এবং অদক্ষ মিস্ত্রির মাধ্যমে কাজ চলছে। অনেক ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ উপেক্ষা করে ইচ্ছেমতো নির্মাণ করা হচ্ছে।

হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা মোর্শেদ লস্কর বলেন, "১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ওয়াশব্লকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয়দের সহায়তায় কাজ বন্ধের উদ্যোগ নেন।"

প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন, "ভিত্তিপ্রস্তর থেকেই অনিয়ম শুরু হয়েছিল। আমাদের পরামর্শ না নিয়েই কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।"

একই অভিযোগ করেন হকিব আলী চৌধুরী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি বলেন, "ওয়াশব্লকের ছাদের সংযোগস্থলে পানি পড়ে, সীমানা নির্ধারণে আমাদের কথা শোনা হয়নি। অনেক ক্ষেত্রে রাতের আঁধারে কাজ চালানো হচ্ছে।"

বাহার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, তাদের পক্ষ থেকে ১৮টি বিদ্যালয়ের কাজ সাব-লিজে নিয়েছেন সেলিম উল্লাহ নামের একজন ব্যক্তি। তবে সেলিম উল্লাহ দাবি করেন, "কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবেই কাজ করা হচ্ছে, অনিয়মের অভিযোগ সঠিক নয়।"

জকিগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম মিয়া বলেন, "কয়েকটি বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ রয়েছে। গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জকিগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আজাদ কাজী বলেন, "কিছু কিছু বিদ্যালয়ের নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়েছি। সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।"

আসিফ

×