
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিলে প্রার্থী ঘোষণা করেছে। শনিবার (২১ জুন) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম দলের পক্ষ থেকে নোয়াখালীতে প্রার্থী ঘোষণা করেন। এতে, নোয়াখালী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ছাইফ উল্ল্যাহ কে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জন্য জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়। তিনি চাটখিল উপজেলার অন্যতম বিদ্যাপিঠ কড়িহাটি ছালেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এবং চাটখিল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মহিউদ্দিন হাসানকে উপজেলা চেয়ারম্যান পদে এবং উপজেলা নায়েবে আমীর মাওলানা ওমর ফারুককে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। পৌর নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিনকে চাটখিল পৌরসভার মেয়র পদে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।
এছাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীরা হচ্ছেন যথাক্রমে মাওলানা দেলাওয়ার হোসাইন, হুমায়ন কবির সুমন, মাওলানা মোরশেদ আলম, মো. হারুন অর রশিদ, একরাম হোসেন, মাওলানা তাওহীদুল ইসলাম, মুরাদ হোসেন রনি, মাওলানা আক্তার হোসেন এবং মাওলানা মাজহারুল ইসলাম আজাদ।
রাজু