ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয়: জামায়াত এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুব

নাসির হায়দার, সাপাহার (নওগাঁ)

প্রকাশিত: ২০:০৪, ২১ জুন ২০২৫

নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নয়: জামায়াত এমপি প্রার্থী অধ্যক্ষ মাহবুব

নওগাঁর সাপাহার উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাঁকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ ও জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আখতার জাহান আঁখি এবং কলেজ ইনচার্জ দেলোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য নজিবর রহমান, সাদেকুল হক শাহ্ চৌধুরী, আমিনুল হকসহ অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে নির্বাচনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সজিব

×