ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সুন্দরগঞ্জ হাসপাতালে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াত নেতা মাজেদ

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ২৩:৪৩, ১৯ জুন ২০২৫

সুন্দরগঞ্জ হাসপাতালে রোগীদের খোঁজখবর নিলেন জামায়াত নেতা মাজেদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ভর্তি রোগীদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন।এসময় রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়াও তিনি দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন। পাশাপাশি সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সাবেক শিবির নেতা আবু সাঈদ মোজাহিদ, পৌর যুব ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি এনামুল ইসলামসহ জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আতিয়ার রহমান সোহাগ পরিদর্শনকারী দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি অধ্যাপক মাজেদুর রহমানকে হাসপাতালের চিকিৎসাসেবা, জনবল সংকট ও অন্যান্য সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও আধুনিক সরঞ্জামের ঘাটতি রয়েছে। ফলে চিকিৎসকদের রোগীদের মানসম্মত সেবা দিতে নানা ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামোগত সহায়তা পেলে হাসপাতালের সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

চিকিৎসাসেবার এ চিত্র শুনে অধ্যাপক মাজেদুর রহমান বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেন। তিনি জানান, জনস্বাস্থ্য খাতের উন্নয়ন ছাড়া একটি অঞ্চলের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। অতি শিগগিরই স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

চিকিৎসাধীন রোগীদের সঙ্গে আলাপকালে অনেকে তাদের অসুবিধা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের রোগী রফিকুল ইসলাম বলেন, ‘স্যার হঠাৎ করে এসে পাশে দাঁড়ালেন, শরীরের খবর নিলেন- এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য অনেক বড় ব্যাপার। আমরা চাই, নেতা মানে এমনই হোক, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় জনগণের পাশে থাকেন।’

মহিলা ওয়ার্ডে ভর্তি দহবন্দ ইউনিয়নের বামনজল গ্রামের গৃহবধূ সায়েরা খাতুন বলেন, ‘স্যার আমার খোঁজ নিয়েছেন, কথা শুনেছেন। আমাদের মতো গরিব রোগীদের কষ্ট কেউ বোঝে না। উনি যেভাবে আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’

পরিদর্শন শেষে অধ্যাপক মাজেদুর রহমান সরকার বলেন, ‘জনগণের দুঃখ-দুর্দিনে পাশে দাঁড়ানো একজন জন প্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব। রাজনীতি শুধু প্রতিশ্রুতির খেলা নয়, এটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার মাধ্যম। আমি সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে, বিশেষ করে যারা অবহেলিত ও বঞ্চিত। এই হাসপাতাল সুন্দরগঞ্জবাসীর চিকিৎসার প্রধান আশ্রয়। তাই এর মান উন্নয়নে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। ইনশাআল্লাহ, আগামীতে যদি জনগণ আমাকে দায়িত্ব দেন, তাহলে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের প্রতিটি খাতে সুন্দরগঞ্জকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

উল্লেখ্য, অধ্যাপক মাজেদুর রহমান সরকার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য এবং তৎকালীন রংপুর শহর শাখার সভাপতি ছিলেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী।

রাজু

×