
সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৯ মে) তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত এক হত্যাচেষ্টার ঘটনায় নুসরাত ফারিয়াসহ অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে।
বাদী এনামুল হক মামলায় অভিযোগ করেন, অভিযুক্তরা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগ সরকারকে অর্থায়ন ও সহায়তা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের ২৮৩ জন সদস্য এবং অজ্ঞাতনামা ৩-৪ শত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
আদালতের আদেশে ২৯ এপ্রিল ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
হ্যাপী