ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীতে ৬ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ১৩:৫৬, ২০ মে ২০২৫

টঙ্গীতে ৬ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত

টঙ্গীর গোপালপুর কাজীবাড়ি মাজার সংলগ্ন একটি পুকুর থেকে শফিকুল ইসলাম নামে ৬ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। 

নিহত শিশু শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণ ডেভিচর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। সে পরিবারের সঙ্গে টঙ্গীর গোপালপুর কাজী বাড়ি এলাকায় বসবাস করত।

টঙ্গী পুলিশ জনকণ্ঠকে জানায়, “মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।” 

এলাকাবাসী বলছে, পুকুর থেকে উদ্ধার হওয়া শিশুর মৃত্যু রহস্যজনক।

মিরাজ খান

×