ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

সাগরে মাছ ধরায় ৩ ট্রলারসহ ১৬ জেলে আটক

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ মে ২০২৫

সাগরে মাছ ধরায় ৩ ট্রলারসহ ১৬ জেলে আটক

ছবি: দৈনিক জনকন্ঠ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার করার দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের ব্যবহৃত তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। 

শনিবার (১৭ মে) দুপুরে খাজুরা ও ফাতরার বন সংলগ্ন সাগর মোহনা থেকে কুয়াকাটা নৌপুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ এদের আটক করে। পরে ট্রলার মালিকদের ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সাগরে আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকায় জেলেদের ছেড়ে দেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা এখবর নিশ্চিত করেন।

নৌপুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, “গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে ওই জেলেদের ট্রলারসহ আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলে সাগরে মাছ শিকার করছিল। তাদের টহল অব্যাহত রয়েছে।”

মিরাজ খান

×