ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

দেবরকে চেপে ধরেন ২ ভাবি, গলা কাটেন তাদের ‘প্রেমিক’

প্রকাশিত: ২১:৫০, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৪২, ৭ ডিসেম্বর ২০২৪

দেবরকে চেপে ধরেন ২ ভাবি, গলা কাটেন তাদের ‘প্রেমিক’

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের নবীগঞ্জে গত ২৪ নভেম্বর এক কিশোর মোস্তাকিন মিয়া পরকীয়া দেখে ফেলায় তাকে হত্যা করেছে তার দুই ভাবি ও তাদের প্রেমিক। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৭ ডিসেম্বর আদালতে পেশ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন, মোস্তাকিনের বড় ভাবি রোজিনা আক্তার (২৯), ছোট ভাবি তাসলিমা আক্তার (২৫), এবং তাদের প্রেমিক রায়হান উদ্দিন।

প্রথমিক তদন্তে জানা যায়, তিন বছর আগে রায়হান এবং দুই ভাবির মধ্যে পরকীয়া সম্পর্কের সূচনা হয়। সম্পর্কটি প্রকাশ পেলে গ্রামের সালিশে রায়হানকে একবার জরিমানা করা হয়েছিল। তবুও রায়হান নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। ২৪ নভেম্বর রাত ৯টার দিকে রায়হান তাদের বাড়িতে যান এবং প্রথমে তাসলিমা বেগমের সঙ্গে মেলামেশা করেন। পরে রোজিনা বেগমের কক্ষে যাওয়ার সময় মোস্তাকিন ঘটনাটি দেখে ফেলেন। পরে দুই জা ও রায়হান পরিকল্পনা করে মোস্তাকিনকে হত্যা করার। তখন তাসলিমা মোস্তাকিনের দুই পা এবং রোজিনা তার হাত ও শরীর ধরে রাখেন। এই সুযোগে রায়হান মোস্তাকিনের মুখ চেপে ধরে এবং তাকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এরপর রায়হান দ্রুত পালিয়ে যান।

পুলিশ জানায়, পরবর্তীতে মোস্তাকিনের ভাবিরা ঘটনার পর চিৎকার করে কান্না করতে থাকেন, যাতে ঘটনা ঢেকে রাখা যায়। পরে পুলিশ মোস্তাকিনের মরদেহ উদ্ধার করে এবং রোজিনা ও তাসলিমাকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) তরিকুল ইসলাম জানিয়েছেন, “মোস্তাকিন পরকীয়া সম্পর্ক দেখতে পেয়ে তার ভাবিদের হাতে খুনের শিকার হয়। অভিযুক্তদের আদালতে পেশ করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

নুসরাত

×