ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কেরানীগঞ্জে শিশা কারখানায় অভিযান, ৬ লক্ষ টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি।। 

প্রকাশিত: ১৬:৪৩, ৫ নভেম্বর ২০২৪

কেরানীগঞ্জে শিশা কারখানায় অভিযান, ৬ লক্ষ টাকা জরিমানা



ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরে করেরগাঁও এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে সিসা গলানোর কারাখানা। এসব কারখানায়
নষ্ট ও বাতিল ব্যাটারি এবং পুরনো লোহার বর্জ্য এনে গলানো হচ্ছে। 

বর্জ্য গলানোর সময় এতে ক্ষতিকারক ধোঁয়ায় ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষের, দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে ফসল ও জমি। পাশাপাশি এখানে কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শুধু তাই-ই নয়, সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়ছে পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাসের পর মাস চলে আসছে এই কারখানা।

সোমবার (০৪ নভেম্বর)  রাত ২.২৫ মিনিটে বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ পুলিশ ও  কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ টি শিশা কারখানা সিলগালা করে। সিলগালার পাশাপাশি কারখানায় শিশা গলানোর অভিযোগে মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ  সময় দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রইস আল রেজোয়ান বলেন, আব্দুল্লাহপুরের করেরগাও দীর্ঘ দিন দরে অবৈধ ভাবে শিশা গলানোর কারখানা গুলো অবৈধভাবে চলছিল।
জনবসতিপূর্ণ এলাকায় এমন ক্ষতিকর কারখানা পরিচালনার কোনো সুযোগ নেই। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 

সাইফুল

×