ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

কবরস্থান দখল নিয়ে মারামারি: প্রাণ গেল তাজুলের

প্রকাশিত: ২১:৩৩, ৯ অক্টোবর ২০২৪

কবরস্থান দখল নিয়ে মারামারি: প্রাণ গেল তাজুলের

কবরস্থান দখলের বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

হবিগঞ্জের বাহুবলে কবরস্থান দখলের বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দক্ষিণ পাড়ায় এ সংঘর্ষ ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম তাজুল ইসলাম (৫০)। তিনি দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সোনাহর আলী ও তাজুল ইসলামের মধ্যে কবরস্থানের দখল নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকাল ৯টার দিকে সোনাহর আলীর লোকজন কবরস্থানের মাটি কাটতে গেলে তাজুল ইসলামের লোকজন বাধা দেয়।

এসময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, কবরস্থানে দখল নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে তাজুল ইসলাম নামের একজন মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে আমি পুলিশ নিয়ে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত।

এবি

×