ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

সাবেক ও বর্তমান চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ২৩:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৪

সাবেক ও বর্তমান চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবি

ধামইরহাটে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক দুই ইউপি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারপূর্বক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বেলা ১১টায় ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলা ক্যান্টিন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের সহ¯্রাধিক ভুক্তভোগী পরিবার, সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আড়ানগর ইউনিয়নের সচেতন এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও ছাত্র সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী কমল ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমানের বিরুদ্ধে এলাকার অসংখ্য মানুষ অভিযোগ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।  

চকভবানী গ্রামের আবুল কালাম বলেন, তাকে অন্যায়ভাবে কমল চেয়ারম্যান মানবপাচার মামলায় জড়িয়ে ১২ লাখ টাকা আদায় করে। 
রামনারায়ণপুর গ্রামের আবু তাহের বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মাদকসেবী মোসাদ্দেকুর রহমান জমিজমা সংক্রান্ত ব্যাপারে তার কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেয়।

×