ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সারা দেশে বিএনপির কর্মসূচি

সব হত্যার দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১৪ আগস্ট ২০২৪

সব হত্যার দ্রুত বিচার দাবি

বগুড়ার ধুনট উপজেলার বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

শেখ হাসিনাসহ স্বৈরাচারী সরকারের দোসরদের বিচারের দাবিতে সারাদেশে কর্মসূচি পালন করেছে বিএনপিসহ ও অঙ্গ সংগঠন। কর্মসূচিতে বক্তারা খুনিদের দ্রুত বিচারের দাবি জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। 

বরিশাল 
গণহত্যাসহ সকল খুনিদের বিচার দাবিতে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এবং অশি^নী কুমার টাউন হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন।

পরবর্তী সময়ে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একইস্থানে দিনব্যাপী কর্মসূচি পালন করেন। অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অশি^নী কুমার টাউন হল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

খুলনা 
বুধবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কু-ু, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

নারায়ণগঞ্জ
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের (চিটাগাং রোড) ডাচ- বাংলা ব্যাংকের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সহ- সভাপতি এস এম আসলাম, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাড. আ. বারী ভুঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, রূপগঞ্জ উপজেলা বিএনপির অ্যাড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু ও সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি  শাহজালাল মিয়া প্রমুখ।

মুন্সীগঞ্জ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে শহরের সুপার মার্কেট চত্বরে বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক। এদিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। 

সিরাজগঞ্জ 
গণহত্যাকারী পদত্যাগী শেখ হাসিনাসহ স্বৈরাচার সরকারের দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন ও শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার  সকালে শহরের ইবি রোডস্থ ভাসানি মিলনায়তন প্রাঙ্গণে কর্মসূচিটি পালন ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম- সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,  এস এম আনোয়ার হোসেন রাজেশ, আব্দুল্লাহ আল কায়েস, মিলন হক রঞ্জু, আহসান হাবিব উজ্জ্বল,  জুনায়েদ হোসেন সবুজ,  সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

মাগুরা
জাতীয়তাবাদী যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে মাগুরা শহরের জেলা জজ আদালত এলাকা থেকে জেলা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সমগ্র শহর প্রদক্ষিণ করে ভায়নার মোড় এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ। 

নীলফামারী
বুধবার সকালে পৌর মার্কেট দলীয় কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেছে তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ স¤পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেফু, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল, সচিব ওয়ালিউর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ স¤পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ স¤পাদক জামিয়ার রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম মোস্তফা রঞ্জু  প্রমুখ।

কিশোরগঞ্জ 
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার দুপুরে শহরের আখড়াবাজার বিজয় চত্বরে জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খ- খ- মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কুমিল্লা
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। বুধবার দুপুরে নগরীর টাউন হল মাঠে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যারাই নিহত হয়েছেন, তার দায় নিতে হবে শেখ হাসিনাকে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর, মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, আমিরুজ্জামান আমির ও আনোয়ার হোসেন প্রমুখ।

নওগাঁ 
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জৈষ্ঠ আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, যুগ্ম আহ্বায়ক রেজু শেখ, আমিনুল হক বেলাল, মামুনুর রহমান রিপন ও শফিউল আজম বক্তব্য রাখেন।

মানিকগঞ্জ 
বুধবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।  জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনা অপরাধে অসংখ্য নিরীহ ছাত্র-জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এছাড়া  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে তার দোষররা গুলি করে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমরা ছাত্র-জনতাকে হত্যাকারীদের বিচারের দাবি করছি।

নেত্রকোনা
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন: সদস্যসচিব ড. রফিকুল ইসলাম খান হিলালী, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মজিবুর রহমান খান, এসএম মনিরুজ্জামান দুদুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের পর নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদমিনারে গিয়ে তা শেষ হয়।

গোপালগঞ্জ
জেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠন। বুধবার দুপুরে শহরের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে। এর আগে তারা মেডিক্যাল কলেজের অডিটরিয়ামের নিচে অবস্থান নিয়ে শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে তারা বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাবেশ করে। 
জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের, সদস্য ড. কে এম বাবর, এস এম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর থানা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক হাচানুল বান্না, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সহ-সভাপতি ইমরুল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য-সচিব মাহমুদুল হাসান, জেলা ছাত্রদল সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক দলের সদস্য-সচিব শেখ আব্দুল্লাহ, প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।

চুয়াডাঙ্গা
বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান প্রমুখ।

ভোলা
সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পাড়া- মহল্লা থেকে খ- খ- মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকে। বেলা ১১টার মধ্যেই প্রেসক্লাব ছাড়িয়ে নতুন বাজার, পৌরসভা ও জেলা পরিষদ এলকায় কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে রাখে।

অবস্থান কর্মসূচি পালনকালে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুক কবির সোপান, ইয়ারুল আলম লিটন, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, যুবদল নেতা মিজানুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ অন্য  নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম
বুধবার দুপুরে জেলা শহরের সুপার মার্কেট এনআরপ্লাজা ও পুরাতন পোস্ট অফিস পাড়ার জেলা বিএনপির কার্যালয়ে বি এন পির দুটি গ্রুপ আলাদা আলাদা কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে যোগ দিতে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে বিএনপির জেলা কার্যালয়ের কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান। অন্যদিকে এনআরপ্লাজার অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এসএম আশরাফুল ইসলাম।

ঠাকুরগাঁও
বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে  অবস্থান কর্মসূচি শুরু হয়। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল-মামুন আলম, যুগ্ম-সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক আল মামুন, জাতীয়তাবাদী যুবদল জেলা সভাপতি চৌধুরী মহিবুল্লাহ আবু নুর, ছাত্রদলের জেলা সভাপতি কায়েসসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

শেরপুর
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। ওইসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আপামর জনসাধারণের অংশগ্রহণে আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। শেরপুরে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া হিন্দু সম্প্রদায়ের বাসা-বাড়ি এবং মন্দিরে কোনোরকম আক্রমণ করতে পারেনি দুষ্কৃতকারীরা।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে মো. হাতেম আলী, আব্দুল আউয়াল চৌধুরী, ফজলুর রহমান তারা, এস এম শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপনসহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, শহর শাখার সভাপতি পিপুল সরকার।

×