ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

বাউফলে যে ছবি নিয়ে তোলপাড় ..!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ০১:১১, ২৮ মার্চ ২০২৩

বাউফলে যে ছবি নিয়ে তোলপাড় ..!

এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় চলছে

বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের আবদুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে উপজেলার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা গেছে লাল রঙের গেঞ্জি মাথায় টুপি ও জিন্সের প্যান্ট পরিহিত এক যুবক দেশীয় অস্ত্র রামদা উঁচিয়ে সড়কের ওপর শুয়ে পড়া সাদা রঙের পায়জামা-পাঞ্জাবি ও কালো রঙের মুজিব কোট পরিহিত এক ব্যক্তিকে কোপাচ্ছে।
তার পেছনেই প্যান্ট-শার্ট পরা মাথায় লাল ক্যাপ ও হাতে ঘড়ি পরিহিত অন্য এক যুবক লাঠি নিয়ে আঘাত করার জন্য এগিয়ে আসছে। অন্য আরও ৪/৫ লোক লাঠিসোঁটা হাতে হামলা করার জন্য ছুটে আসছেন। ছবিটি স্পষ্ট করে বলে দিচ্ছে একজন ব্যক্তিকে হত্যার উদ্দেশে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হচ্ছে। আর সড়কের ওপর কাত হয়ে শুয়ে আত্মরক্ষা অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিই হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার যা দলীয় নেতা-কর্মীরা নিশ্চিত করেছেন।

পাওয়া গেছে লাল গেঞ্জি গায়ে মাথায় টুপি রামদা হাতে যুবকের পরিচয়ও। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, ফেসবুকে প্রকাশিত ছবির যুবকটি হচ্ছে কালাইয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আসমত আলী হাওলাদারের ছেলে মো. শফিকুর রহমান (শফি)। তিনি কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের ক্যাডার হিসেবে কাজ করে আসছে। তার আদি বাড়ি হচ্ছে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে।