ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে অ্যালকোহলের বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১৬:২১, ৩ মার্চ ২০২৩

ঝিনাইদহে অ্যালকোহলের বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের কালীগঞ্জে অ্যালকোহলের বিষক্রিয়ায় তিনজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তারা মারা যান। 

নিহতরা হলেন,  কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার ভাংড়ি ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার রাজিব হোসেন (২৬)।

এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এমএম

×