ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা তুহিনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বরগুনা

প্রকাশিত: ১৮:২০, ২২ ডিসেম্বর ২০২২

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা তুহিনের মৃত্যু

আনিসুজ্জামান তুহিন।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় আহত জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে মারা যান তিনি। তুহিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে ১৪ ডিসেম্বর বিকেল বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে মটর সাইকেলে বের হয় তুহিন। এ সময় উত্তর দিক থেকে  আসা জেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুর বড় ছেলে সৌহার্দের মোটরসাইকেলের সঙ্গে তুহিনের মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটলে দুজনই ছিটকে পড়ে যায়। এই ঘটনায় দুজনই মারাত্মকভাবে আহত হন। পরে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। 

হাত-পা ভাঙাসহ মাথায় মারাত্মক আঘাত নিয়ে আনিসুজ্জামান তুহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তুহিনের মৃত্যু হলে পরিবার ও স্বজনসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।

যুবলীগ নেতা আনিসুজ্জামান তুহিন বরগুনা পৌরসভার নয়াকাটা গ্রামের মৃত সুলতান আহমেদের পুত্র। হাসনাইন নামের দুই বছরের এক পুত্রসন্তান, স্ত্রী, মাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

 

এমএম

সম্পর্কিত বিষয়:

×