ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২১:২৩, ৩০ নভেম্বর ২০২২

মাদারীপুরে ফের ডায়রিয়ার প্রকোপ

সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর স্থান সংকুলান হচ্ছে না

মাদারীপুরে আবারও বেড়েছে ডায়রিয়া। জেলা সদর হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৫ রোগী। আক্রান্তদের ৮০ ভাগই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরেও দেখা দিয়েছে জায়গা সংকট। হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। তবে সিভিল সার্জনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (টিআইবি) সমন্বয়ক এসই জাসচু বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ রোগী। গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩শ’ জন। সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী রানী শিকদার বলেন, প্রতিদিনই রোগীর চাপ বেড়েই চলছে। হিমশিম অবস্থা। আসন সংকট থাকলেও সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের ডা. শাওলীন আফরোজা বলেন, সচেতনতার অভাবেই রোগীর চাপ বেড়েছে। খাবার আগে ও পরে হাত ধোয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

×