ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাখাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ নভেম্বর ২০২২

লাখাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ জেলা

হবিগঞ্জ জেলার লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে এসআই ফজলে রাব্বি পুলিশের উপর হামলার অভিযোগ এনে এ মামলা করেন।

মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিকেলে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বুধবার রাতে বিএনপি নেতাকর্মীরা বামৈ বাজারে আকস্মিক একটি সভা করে রাস্তা বন্ধ করে দেয়। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ সময় জনসাধারণের সুবিধার্থে শান্তি শৃংখলাভাবে সভা করার আহ্বান করা হলে তারা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৯ জন পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

এসআর

সম্পর্কিত বিষয়:

×