ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

প্রকাশিত: ১৯:৫০, ১১ নভেম্বর ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি

রোহিঙ্গা ক্যাম্প

আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী সশস্ত্র গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। আরাকান সালভেশন আর্মি (আরসা) ও নবী হোসেন গ্রুপের মধ্যে প্রচন্ড এই গোলাগুলির ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টায় উখিয়ার ৮নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ক্যাম্পে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে। 

রোহিঙ্গা নেতা মো. নুর জানান, উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ এ নবী হোসেন গ্রুপ ও আরসা গ্রুপের মধ্যে রাতে প্রচন্ড গুলাগুলির ঘটনা ঘটে। 

ক্যাম্পে গোলাগুলির ঘটনার কথা স্বীকার করলেও কেউ হতাহত হয়নি বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×