ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আসল ৮ ডিবি পুলিশকে ভুয়া পুলিশ বলে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

প্রকাশিত: ২০:৫৩, ২ নভেম্বর ২০২২

আসল ৮ ডিবি পুলিশকে ভুয়া পুলিশ বলে গণধোলাই

গণধোলাই

মাদক উদ্ধার অভিযানে যাওয়া একদল আসল ডিবি পুলিশকে ভুয়া পুলিশ বলে আটক করে গণধোলাই দিয়েছে টঙ্গী মাজার বস্তি এলাকার লোকজন। এতে গুরুতর আহত হয়েছেন ডিবি পুলিশের দুই সদস্য। বুধবার (২ নভেম্বর)  ভোর রাতে টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। 

টঙ্গী পুলিশ জনকণ্ঠকে জানান, ডিবি দক্ষিণ পুলিশের পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিনের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডিবি পুলিশের দল মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে এলাকার কিছু মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী ব্যক্তিরা অভিযান পরিচালনাকারী ডিবির সদস্যদের ভুয়া ডিবি পুলিশ আখ্যায়িত করে এলাকার শ খানেক ব্যক্তি  সংঘবদ্ধ হয়ে ডিবি পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে মারধর করে হাজীর মাজার বস্তি আওয়ামী লীগ অফিসে আটকে রাখে। 

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল ও এসআই শেখ সজললের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এসআর

সম্পর্কিত বিষয়:

×