ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার দালাল আটক

মালয়েশিয়াগামী বোট ডুবি ॥ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও সংবাদদাতা, টেকনাফ

প্রকাশিত: ০০:০২, ৫ অক্টোবর ২০২২

মালয়েশিয়াগামী বোট ডুবি ॥ ৩ জনের মৃত্যু, নিখোঁজ ৩৬

মালয়েশিয়াগামী বোট ডুবি। টেকনাফে উদ্ধার কয়েক রোহিঙ্গা

বাহারছড়া হলবনিয়া বরাবর সাগরে মালয়েশিয়াগামী বোট ডুবে তিন নারী নিহত হয়েছেন। এ সময় নারীসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন। তাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এ সময় চার বাংলাদেশী দালালকেও আটক করা হয়। মঙ্গলবার ভোর ৪টায় টেকনাফের বাহারছড়া হলবনিয়া নৌঘাট বরাবর বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
আটক দালালরা হচ্ছে টেকনাফ কাটাবনিয়ার হাসান আলীর পুত্র শহীদ উল্লাহ, মহেশখালী তাজিয়াকাটার করিম উল্লাহর পুত্র মোহাম্মদ সেলিম, মহেশখালী ঘড়িভাঙ্গার আব্দুর রশিদের পুত্র কুরবান আলী ও ঈদগাঁও হাজী পাড়ার রশিদ আহমেদের পুত্র আব্দুল্লাহ।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জনকণ্ঠকে জানান, দালালচক্র নানা প্রলোভনে ৮৪ রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল। বাহারছড়া বরাবর বোটটি ডুবে যায়। প্রাণে বাঁচতে মালয়েশিয়াগামীরা চিৎকার শুরু করে।
বোট ডুবির খবর পেয়ে কোস্টহার্ড ও পুলিশ ৪৫ জনকে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের আশ্রয় ক্যাম্পের তালিকাভুক্ত বলে জানা গেছে।

×