ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ১১:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২২

টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

মালবাহী ট্রেন লাইনচ্যুতি। ছবি: জনকণ্ঠ।

টঙ্গী রেল জংশনের কাছে মধুমিতা রোড এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। 

লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে শিডিউলে বিপর্যয় ঘটলে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। 

টঙ্গী স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম জনকণ্ঠকে জানান, টঙ্গী রেলস্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি টঙ্গী স্টেশনের মধুমিতা রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচলে সময়ের শিডিউলে বিপর্যয় ঘটে। 

তিনি জানান, টঙ্গী জংশন লাইন হওয়ায় বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়েছে। দুর্ঘটনার পর থেকে শুধু একটি লাইনে ট্রেন চলাচল চালু রাখা হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এমএইচ

×