ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিমানের পর এবার ড্রোন বানিয়ে তাক লাগালেন ভ্যানচালকের ছেলে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশিত: ২৩:৩৬, ৭ সেপ্টেম্বর ২০২২

বিমানের পর এবার ড্রোন বানিয়ে তাক লাগালেন ভ্যানচালকের ছেলে

নিজের তৈরি ড্রোনের পাশে সবুজ

ককশীট দিয়ে তিনি তৈরি করেছিলেন চালকবিহীন ছোট বিমানআকাশেও উড়িয়েছিলেনবিমানের পর এবার জমিতে কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামের ভ্যানচালকের ছেলে সবুজ সরদার (২৯)ড্রোনটি রিমোটের সাহায্যে এবং জিপিএসের মাধ্যমে দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়ড্রোন তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকাএটি দিয়ে আবাদি জমিতে কীটনাশকসহ রাসায়নিক সার প্রয়োগ করা যাবে

সবুজ সরদার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলি শিবনগর মহেশপুর গ্রামের ভ্যানচালক একরামুল সরদারের ছেলেফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাস করে ভর্তি হয়েছিলেন দিনাজপুর শহরের একটি বেসরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়ি প্রকৌশল বিভাগে

প্রথম সেমিস্টার পরীক্ষা দেয়ার পর অর্থাভাবে আর পড়া হয়নি তারভ্যানচালক বাবার সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছেজানা গেছে, ছোটবেলা থেকে সবুজের স্বপ্ন ছিল নিজের তৈরি বিমান আকাশে ওড়াবেনশখ থেকে মাত্র ৪৫ দিনে তৈরি করেন চালকবিহীন ছোট বিমানস্বপ্ন দেখতে থাকেন মেধাকে কাজে লাগিয়ে কৃষিপ্রধান এই দেশের জন্য কিছু করার শুরু হয় দ্বিতীয় প্রকল্পের কাজঅর্থা চালকবিহীন ড্রোন তৈরিতিন মাসের প্রচেষ্টায় সফল হন সবুজ

 ড্রোন তৈরির কারিগর সবুজ সরদার বলেন, সব সময় ব্যতিক্রম কিছু করার চিন্তা মাথায় আসেটাকার অভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয় নাএর আগে চালকবিহীন ছোট বিমান তৈরি করেছিকিন্তু সব সময় একটা স্বপ্ন ছিল, কৃষিকাজের জন্য কিছু একটা করারতারপর শুরু হয় এই ড্রোন তৈরির পরিকল্পনাড্রোন তৈরি করতে তিন মাস সময় লেগেছেএখন আমার তৈরি ড্রোন আকাশে ওড়েজমিতে স্প্রে করা যায়। 

ড্রোনটি দুই লিটার তরল পদার্থ নিয়ে উড়তে পারে এবং স্প্রে করতে সক্ষমতিনি বলেন, ড্রোন তৈরিতে খরচ হয়েছে ৩০ হাজার টাকাএখানে আরও ৩০-৪০ হাজার টাকা যোগ করলে ২০-২৫ লিটার তরল পদার্থ নিয়ে আকাশে উড়তে পারবেএই ড্রোন দিয়ে ৩০ মিনিটে প্রায় ১০ বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব

সবুজ বলেন, একবার চার্জ করলে ড্রোনটি ৩০ মিনিট আকাশে উড়তে পারবেরিমোটের সাহায্যে এবং জিপিএসের মাধ্যমে দূর থেকেও এটি নিয়ন্ত্রণ করা যায়

স্থানীয় ইউপি সদস্য শাহিন সরদার বলেন, হঠা করে সবুজের এই উদ্ভাবন দেখে আমি অবাক হয়ে গেছিযা করছে তা দেখে ভালোই মনে হচ্ছেকারণ এখন সবকিছু যন্ত্রনির্ভর হয়ে গেছেতাই সবুজের এই আবিষ্কার যদি সরকারীভাবে কাজে লাগানো যায়, তাহলে দেশের কৃষকের উপকার হবে

×