ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯৯৯ কল করে উত্তাল সমূদ্রে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার হলেন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট 

প্রকাশিত: ২১:২৫, ১৫ আগস্ট ২০২২

৯৯৯ কল করে উত্তাল সমূদ্রে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার হলেন

১৩ জেলে উদ্ধার 

উত্তাল সমূদ্রে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার হলেন ৯৯৯ এ ফোন কল করে। কোস্টগার্ডের  বিসিজি স্টেশন কচিখালীর একটি উদ্ধারকারী দল সংবাদ পাওয়ায় পর দ্রুত ১৩ জন জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে পড়া “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি উদ্ধার করে সুন্দরবনের শ্যালারচরে নিয়ে আসেন। 

সোমবার বিকেলে (১৫ আটস্ট) কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম মামুনুর রহমান জানান, ৯৯৯ হতে ফোন কলের মাধ্যমে জানা যায়, “ছোট হুজুরের দোয়া” নামক ফিশিং ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা হতে ১৩ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। 

১৩ আগস্ট সকালে ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ফিশিং ট্রলারটি নিয়ন্ত্রনহীন অবস্থায় ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় আসে এবং ৯৯৯ এ ফোন করে তাদের ইঞ্জিন নষ্ট হয়ে ভাসতে থাকার কথা জানায়। 

এ খবর পাওয়ামাত্র দ্রুততার সাথে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারটির নিকট পৌঁছায়। তখন উত্তাল সমুদ্র থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধার করে সুন্দরবনের শ্যালাচর ফরেস্ট অফিসের অদুরে নিরাপদ স্থানে আনা হয়। উদ্ধার জেলেরা সকলেই শারীরিকভাবে সুস্থ আছে বলে তিনি উল্লেখ করেন। 
 

×