ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরু কিনতে আসা ক্রেতারা বলেন,লাখ টাকার নিচে নেই গরুর দাম

দাউদকান্দিতে গরু আছে ক্রেতাও আছে, নেই বেচা-কেনা

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ১২:২০, ৭ জুলাই ২০২২

দাউদকান্দিতে গরু আছে ক্রেতাও আছে, নেই বেচা-কেনা

পশুহাট

কোরবানীর ঈদ সামনে রেখে পর্যাপ্ত গরু ছাগল এবং তা কেনার জন্য প্রচুর ক্রেতা সমাগম হলেও,বেচা-কেনা একদম নেই বললেই চলে হাটের দ্বিতীয় দিন দাউদকান্দি উপজেলার বিভিন্ন গরুর হাট ঘুরে এমন চিত্রই দেখা যায়

গরু কিনতে আসা ক্রেতারা বলেন,লাখ টাকার নিচে নেই গরুর দাম জন্য তারা আরও অপেক্ষা করতে চান ব্যবসায়ীরা বলছেন,কোরবানীর জন্য গরু প্রস্তত করতে তাদের অনেক বেশি খরচ করতে হয়,তাই তারা ন্যায্য মূল্য না পেলে বিরাট ক্ষতির মুখোমুখি হবেন এদিকে বাজার ব্যবস্থাপনায় জড়িত কর্মীরা জানান,হাটের প্রথম দু-একদিন পর্যাপ্ত গরু এবং ক্রেতা থাকলেও অন্যান্য বারের চেয়ে তুলনামূলকভাবে বেচা-কেনা অনেক কম তবে তারা আশাবাদী ঈদের আগে আগামী দিন গুলোতে গরুর আরও যোগান বেচাকেনা অনেক বাড়বে

বাজার ঘুরে দেখা যায়, প্রথম দিনে বিক্রেতারা দাম ছাড়ছেন না বুধবার বিকেলে অনেক ব্যবসায়ীকে গরু ফেরত নিতে দেখা যায় রেজাউল নামে একজন ব্যবসায়ী জানান,প্রথম বাজারে ক্রেতারা বাজার পর্যবেক্ষন করছেন তিনি তিনটি গরু হাটে তুলেছিলেন প্রথম দ্বিতীয় হাটে একটি গরুও বিক্রি করতে পারেননি জামাল মোল্লা নামে এক ক্রেতার দাবী গতবারের চেয়ে এখন পর্যন্ত গরু প্রতি দামের ব্যাপক তারতম্য রয়েছে তার দামের পার্থক্য প্রায় ২০ থেকে ২৫ হাজার

এছাড়াও গরু হাটকে ঘিরে বাড়তি নজরদারী নিরাপক্তামূলক ব্যবস্থা গ্রহন করেছে মডেল থানা পুলিশ এবং ক্রেতা-বিক্রেতা বাজার ব্যবস্থাপনায় জড়িতদের কোনো রকম সমস্যা হলেপ্রত্যেক হাটে জরুরী পরিষেবার নাম্বারসমূহ প্রবেশ মুখে টাঙ্গিয়েছে পুলিশ

 

×