ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাইওয়ে পুলিশের উদ্যোগে

হবিগঞ্জে ডাকাতি ও দুর্ঘটনারোধে মহাসড়কের পাশ থেকে ঝোপঝাড় পরিস্কার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১২:০৫, ৭ জুলাই ২০২২; আপডেট: ১২:১০, ৭ জুলাই ২০২২

হবিগঞ্জে ডাকাতি ও দুর্ঘটনারোধে মহাসড়কের পাশ থেকে ঝোপঝাড় পরিস্কার

পরিস্কার কার্যক্রম

হবিগঞ্জে চুরি, ছিনতাই ডাকাতি ও দুর্ঘটনারোধে মহাসড়কের পাশ থেকে ঝোপঝাড় পরিস্কার করা হয়েছে হাইওয়ে পুলিশের উদ্যোগে। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী এ পরিস্কার কার্যক্রম চলে। এর আগে বুধবার দিনব্যাপী ঝোপঝাড় পরিস্কার হয়। এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ জানান, জেলার মাধবপুর থেকে নবীগঞ্জ পর্যন্ত মহাসড়কের পাশ থেকে ঝোপঝাড় পরিস্কার হবে। 

জানা গেছে, হাইওয়ের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহের দিকনির্দেশনায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদের উদ্যোগে ওই পরিস্কার কার্যক্রম চলে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হাইওয়ে পুলিশ পরিস্কার কার্যক্রম পরিচালনা করে। ঝোপঝাড় পরিস্কার হওয়ায় হবিগঞ্জে মহাসড়কে চুরি, ছিনতাই ডাকাতি ও দুর্ঘটনারোধে বিরাট ভূমিকা পালন করবে বলে অনেকেই মতপ্রকাশ করে হাইওয়ে পুলিশের প্রশংসা করেছেন।

×