ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে শিক্ষক হত্যা॥  আদালতে জিতুর দায় স্বীকার 

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৭:৫৬, ৬ জুলাই ২০২২

সাভারে শিক্ষক হত্যা॥  আদালতে জিতুর দায় স্বীকার 

জিতু

সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে একই স্কুলের ছাত্র মামলা প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতু বুধবার দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজিব হাসান আসামি জিতুর জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

কোর্ট পুলিশের ইন্সপেক্টর মতিউর রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার জিতুকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয় সময় জিতু শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালত জবানবন্দি দিয়েছে পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এর আগে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি জিতুর বাবা উজ্জ্বল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ঢাকার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন বর্তমানে সে কারগারে রয়েছে

উল্লেখ্য, প্রেমিকাকে হিরোইজম দেখাতে গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুছ আলী স্কুল এ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী জিতু তার শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প পিটিয়ে আহত করেন পরে চিকিৎসাধীন অবস্থায় তার দুদিন পর আহত ওই শিক্ষককের মৃত্যু হয় ঘটনায় নিহতের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিতু তার বাবা উজ্জ্বল হাজীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

 

×