ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ

লালমনিরহাটে যাত্রা শুরু হল প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব সংবাদদাতা,  লালমনিরহাট

প্রকাশিত: ২০:০৭, ১ জুলাই ২০২২; আপডেট: ২০:২৩, ১ জুলাই ২০২২

লালমনিরহাটে যাত্রা শুরু হল প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়

৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হয়েছে লালমনিরহাট বিমানঘাঁটিতে  দেশের প্রথম বিশেষায়িত  এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের  যাত্রা শুরু করেছে

প্রাথমিক পর্যায়ে বিএসসি  ইন  এ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং (২০১৯ - ২০ সেশনে  প্রথম বর্ষ, ২০২০- ২১ সেশনে দ্বিতীয় বর্ষ, ২০২০ - ২১ সেশনের প্রথম বর্ষতিন  ব্যাচের ১৫০ জন শিক্ষার্থী নিয়ে নিজস্ব ক্যাম্পাসে ২৬ জুন  ক্লাস শুরু হয়েছে

বঙ্গবন্ধু ৫০ বছর আগের বাংলাদেশ  বিমান বাহিনীর হেড কোয়াটার এখানে করার পরিকল্পা পরিবর্তেন বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে আ্যাভিয়েশন বিশ্ববিদ্যায় হয়েছে বিমান বাহিনীর হেড কোয়াটার হলে বৈমানিক প্রশিক্ষণের সকল সুযোগ সুবিধা থাকত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বৈমানিক বিষয়ে বিশেষায়িত সকল বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ থাকছে প্রধানমন্ত্রী তার পিতার ইচ্চা পূরণে এখানে এই বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন 

এখানে এই বিশেষায়িত এ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রাজনৈতিক, সামাজিক, শিক্ষার্থী কোন পক্ষ দাবি তুলেনি এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়  ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালমনিরহাট বিমানঘাঁটি কে বিমানবাহিনীর হেড কোয়াটার ঘোষণা করে ছিলেন

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন তৌফিক জানান, ভারত বর্ষে ভৌগোলিক অবস্থানে  সামরিক গুরুত্বপূর্ণ ছিল লালমনিরহাট

তাই ১৯৪৫ সালে ১৭৬০ একর জমির ওপর বৃটিশ সরকার এখানে অত্যাধুনিক সামরিক বিমানঘাঁটি স্থাপন করে এখনো যাহা বিদ্যমান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বৃটিশ রাজকীয় বাহিনী বিমানঘাঁটি ব্যবহার করে ছিল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা এখানে সামরিক ঘাঁটি স্থাপন করে

দেশ স্বাধীন হলে ১৯৭২ সালে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিত্যক্ত এই বিমান ঘাঁটিতে বাংলাদেশ  বিমান বাহিনীর হেড কোয়াটার ঘোষনা করেন ফলে এখানে বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট স্থাপন হয় তারা ঢাকা হতে হেড কোয়াটার স্থানান্তরের কাজ শুরু করে

এখানে রানওয়ে সংস্কারসহ দপ্তরের অবকাঠামো তৈরি শুরু হয় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধু কে সপরিবারে হত্যায় সে পরিকল্পনারও মৃত্যু ঘটে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নকে বাস্তব রূপ দিতে ২০১৫ সালে দেশে প্রথম বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গড়তে বিমান বাহিনীর প্রধান কে দায়িত্ব দিয়েছেন

লালমনিরহাট জেলা শহরের অদুরে  পুরাতন বিমানঘাঁটিতে  নব নির্মিত ইমারত ভবনে (বিমান বাহিনীর নিজস্ব জায়গায়অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শিক্ষার্থীদের উপস্থিতিতে ২৬ জুন  কেক কেটে পাঠদান শুরু হয় একাডেমিক কার্যক্রমের    শুভ উদ্বোধন করেন, (ভিসি)এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম, জিডিপি

এই বিশ্ববিদ্যালয়ে শুভ সূচনায় স্বাধীনতার ৫২ বছরপর দেশে সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেল সেই সাথে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যাধুনিক বিমানবাহিনী তৈরিতে এখানে বিমান বাহিনীর হেড কোয়াটার স্থাপনের যে, স্বপ্ন দেখেছিলেন তার চেয়ে অনেক বেশি পেল রাস্ট্রের পরিত্যক্ত ভুমির যথাযথ ব্যবহার হয়ে গেল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়দক্ষিণ এশিয়ার নবম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশেনায়, জেলার হাঁড়িভাঙ্গায়  পুরাতন বিমান বন্দরের পাশে ২০২০ সালের ১৭ জানুয়ারি বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মসিহুজ্জামান সেরনিযাবাত  স্থায়ী একাডেমিক ভবন ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন

বিশ্ববিদ্যালয়টির পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে চালু হতে বহু অবকাঠামো নির্মাণ করতে হবে তাই জেলা প্রশাসকের মাধ্যমে ইতোমধ্যে  ৬২০ একর জমির অধিগ্রহণ করেছে  বর্তমান  ভাইস চেন্সলর এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম

এই বিশ্ববিদ্যালয়টির কারনে লালমনিরহাট এভিয়েশন সিটিতে পরিনিত হবেদেশ বিদেশ থেকে মেধাবী শিক্ষার্থী এখানে পড়তে আসবে  অঞ্চলের  মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে

ভাইস চেন্সলর এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম জানান৭হাজার শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শিক্ষার্থী মেধা তালিকায় ভর্তির সুযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয়ে  ভিসি এবং প্রো-ভিসি ক্যাম্পাসে  বৃক্ষ রোপন করেন

এদিকে  এভিয়েশনের ভিসি, প্রো ভিসি, লেকচারার কর্মকর্তাদের জন্য হাড়ীভাঙগায় আবাসিক ভবন গাঙ্গচিল নির্মাণ করা হয়েছে  কর্মকর্তারা বসবাস শুরু করেছে  এই বিশ্ববিদ্যালয়ে ৪টি গাড়ী রয়েছে তার মধ্যে একটি জীপ, টি মাইক্রোবাস টি কোস্টার বাস রয়েছে কোস্টার দিয়ে  ছাত্র-ছাত্রী গণ  যাতায়াত করবে  জীপ মাইক্রোবাস ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবহার করবে

ক্লাস শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশন ডেকোরেশনের অবশিষ্ট কাজ চলছে তবে  জেলা শহরের বিভিন্ন জায়গায় ভাড়া করা চারটি আবাসিক ছাত্রাবাস ছাত্রীনিবাসে ১৫০ জন শিক্ষার্থীর নিরাপদ বসবাসের ব্যবস্থা করা হয়েছে  

বৈমানিক বিষয়ের এমন উচ্চ শিক্ষার প্রতিষ্ঠা লালমনিরহাটে স্থাপিত হওয়ায় জেলাবাসী  উচ্ছ্বসিত হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এভিয়েশন সংক্রান্তবিমানবন্দর ম্যানেজম্যান্ট, পাইলটিং সহ সকল বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিষয় থাকবে গড়ে উঠবে মহাকাশ গবেষণা কেন্দ্র  গড়ে উঠবে বিমান নির্মাণ রক্ষণাবেক্ষণ কেন্দ্র 

 

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ জুলাই ৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদ সেনাবাহিনীর পাইলট ট্রেনিং একাডেমির হেড কোয়াটাটি ঢাকা হতে লালমনিরহাটে স্থানান্তর করছেন

 

×