ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৬ জন

প্রকাশিত: ০৯:২৬, ২৬ মার্চ ২০২০

নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে  আছেন ২৩৬ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে আরো নতুন করে ৩৫ জন হোম কোয়ারেন্টাইনে এসেছেন। এ নিয়ে মোট হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ২৩৬ জনে। তাদের মধ্যে বিদেশ ফেরত ২২৩ জন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে বুধবার হোম কোয়ারেন্টাইনে ছিল ২০১ জন। বর্তমানে মোট ২৩৬ হোম কোয়ারেন্টাইনে আছে। তাদের মধ্যে বিদেশ ফেরত ২২৩ জন। হোম কোয়ারেইন্টান ২৩৬ জনের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৯ জন, সদর উপজেলায় ৯১ জন, বন্দর উপজেলায় ২২ জন, আড়াইহাজার উপজেলায় ৪০ জন, সোনারগাঁ উপজেলায় ৩৮ জন ও রূপগঞ্জ উপজেলায় আছেন ২৬ জন। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ১৪ জন।
×