ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহামারী করোনায় মোহামেডানের আশায় গুড়েবালি

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ মার্চ ২০২০

মহামারী করোনায় মোহামেডানের আশায় গুড়েবালি

স্পোর্টস রিপোর্টার ॥ অনুশীলন বন্ধ করা হলেও চলমান পরিস্থিতিতে বিদেশি ফুটবলাররা দেশে ফিরতে পারছেন না। তাই ক্লাবেই রুম কোয়ারেন্টাইনে রাখা হবে তাদের, এমনটাই জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ। এদিকে করোনার কারণে লিগ স্থগিত করায় মাঠের পারফরম্যান্সে ছন্দপতন ঘটবে, তবে এমন বিপর্যয়ের সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় বাফুফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এই ক্লাবটি। পুরো বিশ্বের বাকি সবার মতোই উৎকণ্ঠা আর উদ্বেগে দিন কাটছে ফুটবলারদের। করোনার কারণে মাঠে নেই ফুটবল। কবে ফিরবে, বল গড়াবে মাঠে, তারও কোন ঠিক নেই। গত ৭/৮ বছর ধরে গোত্তা খেতে থাকা মোহামেডান ক্যাসিনো-কাণ্ডের ধকল সামলে নতুন মৌসুমে ভিন্ন কিছুর স্বপ্ন দেখাচ্ছিল সমর্থকদের। তবে মহামারী করোনায় সে আশায় গুড়েবালি! অবশ্য জরুরী অবস্থায় দ্রুততার সঙ্গে বাফুফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন ক্লাব। উদ্ভূত পরিস্থিতিতে দেশে ফিরতে পারছেন না মোহামেডানের বিদেশি ফুটবলাররা। দেশি খেলোয়াড়রা ক্যাম্প ছাড়লে ক্লাবেই তাদের রুম কোয়ারেন্টাইনে রাখার পরিকল্পনা ম্যানেজমেন্টের। লিগ স্থগিত হওয়ায় ছন্দপতন এড়ানোর সুযোগ নেই। তাছাড়া সাদাকালো শিবিরটা এবার তারুণ্যনির্ভর, তাই পুনরায় খেলা শুরুর আগে অনুশীলনের সুযোগ চেয়েছেন এই ক্লাব কর্তা। চলতি মৌসুমে ৬ ম্যাচে ৪ জয়ে ইতিবাচক কিছুর আভাস দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
×