ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় হাঙ্গেরিতে নিযুক্ত ব্রিটিশ উপরাষ্ট্রদূতের মৃত্যু

প্রকাশিত: ০০:২৭, ২৬ মার্চ ২০২০

করোনায় হাঙ্গেরিতে নিযুক্ত ব্রিটিশ উপরাষ্ট্রদূতের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ হাঙ্গেরিতে নিযুক্ত ব্রিটিশ উপরাষ্ট্রদূত স্টিভেন ডিক প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩৭ বছর বয়সী এই কুটনীতিক গত মঙ্গলবার মারা যান বলে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ বিষয়ে বলেন, ‘স্টিভেন ছিলেন এক নিবেদিতপ্রাণ কূটনীতিক। দারুণ দক্ষতা ও আবেগ নিয়ে নিজ দেশকে প্রতিনিধিত্ব করে গেছেন তিনি। তাঁর পরিচিতজন ও সহকর্মী সবাই তাঁকে মনে রাখবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে,স্টিভেন ডিক সম্প্রতি মেক্সিকোতে ছুটি কাটিয়ে বুদাপেস্টে ফেরেন। গত সপ্তাহে এক হোয়াটসঅ্যাপ বার্তায় ডিক জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে (সঙ্গ-নিরোধ) যান। তাঁর শারীরিক অবস্থা ভালো হলেও কোয়ারেন্টাইনে থাকতে একঘেয়েমি লাগছে। স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে গার্ডিয়ান আরও জানিয়ে, সম্প্রতি বুদাপেস্টের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন স্টিভেন ডিক। কিন্তু তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। স্টিভেন ডিক অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন কি না, তা জানা যায়নি।
×