ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপাহারে করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকতে ইউএনও কল্যাণ চৌধুরীর মাইকিং

প্রকাশিত: ০৭:৩৩, ২৫ মার্চ ২০২০

সাপাহারে করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকতে ইউএনও কল্যাণ চৌধুরীর মাইকিং

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ করোনা ভাইরাস সম্পর্কে নওগাঁর সাপাহার উপজেলা বাসীকে পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার দিক নির্দেশনা দিয়ে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ন স্থানে এককভাবে মাইকিং করে ফিরছেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার সকল ধরনের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে। এছাড়া জেলার সদর থানা, সাপাহার থানা, পতœীতলা থানা, বদলগাছী থানা, মহাদেবপুর থানা, রানীনগর থানা, আত্রাই থানা, মান্দা থানাসহ জেলার সকল থানার ওসিদের নেতৃত্বে পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠে নেমেছেন।
×