ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:১৩, ২২ মার্চ ২০২০

ক্যাম্পাস সংবাদ

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতির পিতার কালজয়ী অমর বাণীসমূহ ও ছবি সংবলিত বিভিন্ন ফেস্টুন দেয়ালিকা ও ব্যানার দিয়ে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাম্পাসকে সুসজ্জিত করা হয়। ১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ এর নেতৃত্বে সকল স্তরের প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে রক্তদান কর্মসূচী, জাতির পিতা স্মারক ফুটবল টুর্নামেন্ট ও দেয়াল পত্রিকা উন্মোচন শেষে আলোচনা সভা ও জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। পরিশেষে একাডেমির আশপাশের সাধারণ জনগণ এবং কর্ণফুলী নদীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ এ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এ সময় উপাচার্য মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের মাননীয় ট্রেজারার এসএম এহসান কবীর, রেজিস্ট্রারএএস. মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পরে ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে পবিত্র কুরআন খতম, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, কেক কাটার আয়োজন করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×