ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক

প্রকাশিত: ০২:৪৭, ১২ মার্চ ২০২০

করোনা ভাইরাস ॥ সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর গতিতে লাগাম দিতে বিশ্বজুড়ে সব কর্মীকে বাসা থেকে কাজ করার আদেশ দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাসা থেকে কাজ করতে গত সপ্তাহেই কর্মীদেরকে উৎসাহিত করেছে টুইটার। এবার বিশ্বজুড়ে এটি বাধ্যতামূলক করেছে প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের। কেউ বাসা থেকে কাজ করতে অপারগ হলেও কর্ম ঘণ্টার হিসাবে ঠিকাদার, ঘণ্টা চুক্তিতে কাজ করা কর্মী এবং ভেন্ডরদেরকেও পারিশ্রমিক দেবে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বাড়িতে অফিস বসানোর জন্য যে খরচ লাগবে সেগুলোও পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। আর বাড়িতে দেখাশোনার জন্য বাবা-মাকে বাড়তি খরচের অর্থ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোর কর্মীদের জন্য একই ধরনের নির্দেশনা দিয়েছে অ্যাপল, অ্যামাজন, মাইক্রোসফট এবং গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠান। তবে, চলমান করোনা ভাইরাস মহামারির মধ্যে বিশ্বজুড়ে টুইটারের মোট ৪৯০০ কর্মীকেই বাসা থেকে কাজ করার আদেশকে সবচেয়ে দৃঢ় অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
×