ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাবিথ-ইশরাকের মামলা: সিইসিসহ ১৫ জনকে সমন

প্রকাশিত: ০৯:৪৩, ৩ মার্চ ২০২০

তাবিথ-ইশরাকের মামলা: সিইসিসহ ১৫ জনকে সমন

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফল বাতিল ও পুনঃনির্বাচন চেয়ে বিএনপির দুই মেয়রপ্রার্থীর পৃথক মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ ১৫ বিবাদীকে জবাব দিতে সমন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনাল হিসেবে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য এই সমন জারির আদেশ দেন। আগামী ২ এপ্রিল সমনের জবাব দেয়ার দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, গেল ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হয়। নির্বাচনে ডিএনসিসি ও ডিএসসিসিতে মেয়র পদে জয়ী হোন আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
×