ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ২৩:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মৌলভীবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

অনলাইন রিপোর্টার ॥ মৌলভীবাজারে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলা কলস গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, মৌলভীবাজার কমলা কলস গ্রামের ছালিক মাস্টারের বাড়িতে ভোর রাতের দিকে একটি ডাকাত দল সিএনজি অটোরিকশা যোগে উপস্থিত হয়ে ডাকাতি করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ছালেক মাস্টারের বাড়ি থেকে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ডাকাতির বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘঁটনাস্থলে উপস্থিত হয়। এলাকার লোকজন ও পুলিশ ডাকাত দলকে তাড়া করে আপারকাগাবালা এলাকার বুরোতলা নিয়ে এসে ঘেরাও করে রাখে। ডাকাত দল পুলিশকে দেখে প্রথমে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘঁটনাস্থলে বুলু নামের এক ডাকাত নিহত হয়। নিহত ডাকাতের বাড়ি সিলেটের ওসমানীনগর এলাকায়। এছাড়া লাল মিয়া ও আফজাল মিয়া নামে দুজন ডাকাতকে পুলিশ আটক করেছে। পুলিশ ডাকাত দলের কাছ থেকে দুটি বন্ধুকসহ (পাইপগান) ডাকাতির সরঞ্জামাদী উদ্বার করেছে। এদিকে আহত মৌলভীবাজার মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসময় দশ পলিশ সদস্য আহত হয়েছেন।
×