ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চালক নিহত

প্রকাশিত: ০২:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

স্পেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে চালক নিহত

অনলাইন ডেস্ক ॥ স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে প্রশিক্ষণ চলাকালে দেশটির সামরিক বাহিনীর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় সি-১০১ জেটবিমানটির চালক নিহত হয়েছেন বলে স্পেনের বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সহকর্মী কমান্ডার এদুয়ার্দো গার্ভালেনা ক্রেসপো নিহত হয়েছেন,” উদ্ধার অভিযানের সমাপ্তির প্রস্তুতি চলছে জানিয়ে টুইটারে এমনটাই বলেছে স্পেনিশ বিমান বাহিনী। বৃহস্পতিবার বিকালে মুরসিয়া এলাকার লো মাঙ্গার কাছে সমুদ্রে বিমানটি বিধ্বস্ত হয়। স্পেনের বানানো এ সি-১০১ জেট সাধারণত আকাশে বিভিন্ন দুঃসাহসীক নৈপুন্য ও কসরত দেখাতে ব্যবহৃত হতো। গত বছরের আগস্টেও এই এলাকায় একইরকম আরেকটি বিমান দুর্ঘটনায় অপর এক চালক নিহত হয়েছিলেন।
×