ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক নদীতে

প্রকাশিত: ০১:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২০

ভালুকায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালু বোঝাই ট্রাক নদীতে

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে ভালুকা-মল্লিকবাড়ী সড়কের বেইলী ব্রিজটি ভেঙে পড়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রিজের উপর দিয়ে একটি বালুবাহী ট্রাক পারাপারের সময় ওই দূর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জানা যায়, ঘটনার দিন সকালে প্রায় ৩০ টনের অধিক বালু ভর্তি একটি ড্রাম ট্রাক খিরু নদীর উপর নির্মিত ওই বেইলী ব্রিজটিতে উঠলে ব্রিজটি ভেঙ্গে ড্রামট্রাকটি নদীতে পড়ে যায়। এসময় ট্রাকের চালক ও সহকারী দ্রুত বের হয়ে যেতে পারলেও পথচারী, শহিদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র শাকিল গুরুতর আহত হয়। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুজ্জামান জানান, ঘটনাস্থলে বেইলি ব্রিজের মিস্ত্রি পাঠানো হয়েছে। আমাদের কাছে একটি অতিরিক্ত বেইটি ব্রিজ রয়েছে, আজ কালের মাঝেই ওই ব্রিজটির মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও ওইখানে স্থায়ী পিসি গার্ডার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
×