ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানকে ধরতে রেড অ্যালার্ট জারির নির্দেশ

প্রকাশিত: ০৬:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বিসমিল্লাহ গ্রুপের এমডি-চেয়ারম্যানকে ধরতে রেড অ্যালার্ট জারির নির্দেশ

অনলাইন রিপোর্টার ॥ বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী এবং চেয়ারম্যান নওরীন হাবিবসহ ৭ জনকে গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে রেড এলার্ট জারির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ কার্যকর করার বিষয়ে আগামী ৫ এপ্রিল অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং রাপিড এ্যকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এক আসামির জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। রাস্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন‌উদ্দিন মানিক
×