ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বিআইডাব্লিউটিআই

প্রকাশিত: ০৬:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো বিআইডাব্লিউটিআই

অনলাইন রিপোর্টার ॥ বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা ও বাড়িঘর উচ্ছেদ করেছে বিআইডব্লিটিআই। এ সময় পুরান ঢাকার দুই প্রভাবশালী নেতা বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ ও কদমতলী থানা আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামের বাড়ি ভাঙ্গা হয়। উদ্ধার করা হয় প্রায় পৌণে এক একর জায়গা। বিনা নোটিশে বাড়ি উচ্ছেদ করা হয়েছে বলে বাসিন্দারা অভিযোগ করলেও নির্বাহী ম্যাজিস্টেট হাবিবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের পূর্ব নোটিশ দিতে হয় না। আদালতের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান বলে জানান তিনি। এ সময় বুড়িগঙ্গা তীরের বিশাল এলাকা দখল করা একটি বালুর গদি অপসারণ করে উচ্ছেদকারীরা। সেখানে গিয়ে দেখা যায়, শ্যামপুর পাড়ের কয়েক বিঘা নদী তীর এলাকা সীমানা প্রাচীর দিয়ে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী দখলদাররা। বিআইডব্লিউটিএ-এর উচ্ছেদকারী দল এ সময় পুরো এলাকার সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয়।
×