ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৩:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুরে দু’পক্ষের গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বোচাগঞ্জে মাদক চোরাকারবারীর দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আইয়ুব আলী (৫৫) নামে এক মাদক-চোরাচালান মামলার আসামী নিহত হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পার্শ্বে শালবাগান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার রেল কলোনী এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান সুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফোরিত ককটেল, ২টি লোহার হাসুয়া, ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় তারা শালবাগানের ভিতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পায়। পুলিশও স্থানীয়দের জানমালের রক্ষায় ৭ রাউন্ড ফাকা গুলি করলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে দিনাজপুর এম.আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি এটিএম গোলাম রসুল।
×