ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেয়া সমীচীন নয় ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেয়া সমীচীন নয় ॥ তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় বাধা দেয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাক সরকার তাদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। বৃহস্পতিবার সচিবালয়ে তার সঙ্গে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। গত ১১ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালায় বন্ডের অবৈধ সুবিধা ভোগী ব্যবসায়ী ও সন্ত্রাসীরা। এতে আহত হন টেলিভিশনটির প্রতিবেদক ফখরুল ইসলাম এবং ক্যামেরা পারসন শেখ জালাল। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজোয়ানুল হক বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। ঢাকা সিটি নির্বাচনের দিন ও পুরান ঢাকায় সাংবাদিকদের ওপর হামলা এবং ক্যামেরা কেড়ে ড্রেনে ফেলে দেয়া ও গাড়ি ভাংচুর করা হয়। এসব ঘটনায় আমরা সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে তারা ভয় পেত। মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতন, হামলা, মামলা থেকে বাঁচতে পেশাগত কাজে আরও মনোনিবেশ করতে পারব। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেক ঘটনার পরপরই আমি নিন্দা জানিয়েছি। এ ধরনের ঘটনা সত্যি অনভিপ্রেত ও নিন্দনীয়। সরকারও এক্ষেত্রে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যে হামলা হয়েছিল সেই হামলার পেছনের যারা যুক্ত ছিল তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুরান ঢাকার ঘটনা নিয়েও গ্রেফতার হয়েছে। সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কাউকে বাধা দেয়া কখনও সমীচীন নয়, সেটি যে পেশাই হোক। আমরা ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি, আজকে আবারও বলব- এ ধরনের ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।
×