ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

প্রকাশিত: ১১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। কয়েকজন বিদেশী রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ আরও অনেক বেশি শক্তিশালী হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য অনেক স্বার্থের কারণে এটা হচ্ছে না।’ খবর বিডিনিউজের। নিপীড়নের মুখে পালিয়ে এসে দুই বছর ধরে বাংলাদেশে থাকা ১১ লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবসন ঝুলে আছে মিয়ানমার সরকারের পদক্ষেপহীনতার কারণে। রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের নিজের দেশ থেকে বের করে দেয়া হয়েছে। এই শতাব্দীতে এসে আপনারা কি এটা বিশ্বাস করতে পারেন! এই মানুষদের কোন ভবিষ্যত নেই, কোন আশা নেই। তারা বছরের পর বছর নিপীড়নের শিকার হয়ে আসছে। কিন্তু তাদের রাষ্ট্র চাওয়া ও তাদের চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কণ্ঠ এখনও খুবই দুর্বল।’
×